শিরোনাম
সরকারি হাসপাতাল থেকে তিন নারীসহ ৫ দালাল গ্রেফতার প্রধানমন্ত্রী চান বাড়িঘরে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হোক: এমপি জাহিদ মালেক রাস্তার জায়গায় দোকান, মসজিদের জমিতে নির্মিত হচ্ছে রাস্তা দলীয় প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে দুইবার ভরাডুবি, এবার প্রার্থী হয়েছেন উপজেলায় গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গোয়ালন্দে সঞ্চারণ সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষককে অফিস থেকে বের করে দেওয়া সেই দুই কর্মকর্তাকে বদলি

প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

0Shares

অস্ট্রেলিয়া টি ২০ সিরিজে তেমন একটা সুবিধা না করতে পারলেও ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটা শুরু করলো দুর্দান্ত জয় দিয়ে।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে বোলিং এর সিধান্ত নেয় ইংলিশরা।ওয়ারনারকে ৬ রানে ও অ্যারন ফিঞ্চকে ১৬ রানে ফিরিয়ে দিয়ে ভালো একটা শুরু করে ইংল্যান্ড।এরপর আবার দলীয় ৮০ রানে আর নিজ ৪৩ রানে আউট হয়ে সাঁজঘরে ফিরে যান স্টোনিস।দলীয় মাত্র ১২৩ রানে ৫ টি উইকেট পড়ে যাওয়ায় থমকে যায় অস্ট্রেলিয়া আর খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইংল্যান্ড।দল যখন বিপদে হাল ধরে মার্শ ও ম্যাক্সওয়েল।মার্শ স্ট্রাইক রোটেড করে খেললেও ম্যাক্সওয়েলন রানের চাকা সচল রাখছিল।ষষ্ট উইকেটে তারা দুজন ১২৬ রানের জুটি গড়ে।৬ টি ৪ মেরে ১০০ বলে ৭৩ রান করে মার্শ ,অন্য দিকে মাত্র ৫৯ বলে ৪ টি ৪ ও ৪ টি ৬ হাকিয়ে ৭৭ রান করে ম্যাক্সওয়েল।৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ ৯ উইকেটে ২৯৪ রান।

ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩০০ বলে ২৯৫ রান।তবে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রাখে অস্ট্রেলিয়া।মাত্র ৫৭ রানে ৪ টি উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড।পরবর্তীতে সামাল দেওয়ার চেষ্টা করেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস।শতক হাকান স্যাম বিলিংস।তবে অস্ট্রেলিয়ার বোলারদের হাত থেকে রক্ষ্যা পেলো না ইংলিশ ব্যাটসম্যানরা।জাম্পা ও হ্যাজলউডের দুর্ধর্ষ বোলিংয়ে ১৯ রানে অসাধারণ জয় পায় অস্ট্রেলিয়া।

স্কোর
অস্ট্রেলিয়া ২৯৪/৯ (৫০ ওভার)
ম্যাক্সওয়েল ৭৭, মার্শ ৭৩, স্টয়নিস ৪৩
উড ৩/৫৪, আর্চার ৩/৫৭, রশিদ ২/৫৫

ইংল্যান্ড ২৭৫/৯ (৫০ ওভার)
বিলিংস ১১৮, বেয়ারস্টো ৮৪,মরগান ২৩
জাম্পা ৪/৫৫, হ্যাজলউড ৩/২৬

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg