শোষক নই, সেবক হতে চাই, গোয়ালন্দ পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী লিয়াকত হোসাইন

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৬৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

0Shares

আসন্ন গোয়ালন্দ পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে যাচ্ছেন শিক্ষিত তরুণ সমাজসেবক ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক “লিয়াকত হোসাইন”।

পেশায় ব্যবসায়ী লিয়াকত হোসাইন গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নিলু সেখের পাড়ার মৃতঃ আকবর আলী সেখ ( আকাই মাতুব্বর) এর কনিষ্ঠ পুত্র ও পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার আলী সেখের ছোট ভাই। তিনি সরকারি বাঙলা কলেজ থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করেছেন।

পৌরনির্বাচনকে সামনে রেখে তিনি তার নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি হিসাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।
সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সম্প্রতি তিনি এলাকায় জনসংযোগ , সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রম ও এলাকার উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করছেন।

গোয়ালন্দ পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তরুণ এই সমাজসেবক লিয়াকত হোসাইন ‘রাজবাড়ী টেলিগ্রাফ’ কে বলেন, “আমি দীর্ঘদিন যাবৎ সামাজিক কর্মকান্ড করে আসছি। সবসময় আমার ওয়ার্ডবাসীর পাশে থাকাসহ ওয়ার্ডের উন্নয়নে সচেষ্ট রয়েছি। কাউন্সিলর পদে নির্বাচিত হতে পারলে দল-মত নির্বিশেষে সবার মতামত ও সহযোগিতায় আমার পৌর ৩ নং ওয়ার্ডটিকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তুলবো। ০৩ নং ওয়ার্ডটিকে একটি মাদক,সন্ত্রাস, ইভটিজিং মুক্ত ওয়ার্ড গড়তে এবং স্বাস্থ্য, শিক্ষা, পয়ঃনিষ্কাষণ, সবুজায়ন, বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়নসহ ওয়ার্ডবাসীর নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবো।
৩ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে লিয়াকত আরও বলেন, “মহান আল্লাহর রহমতে কাউন্সিলর নির্বাচিত হতে পারলে আমি শতভাগ সততার সাথে ওয়ার্ডবাসীর সেবা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকবো। সর্বোচ্চ প্রচেষ্টা, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাবো। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই আমার কাছ থেকে সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবে। বিশেষ করে ওয়ার্ডের দুস্থ-অসহায় মানুষ যাতে পৌরসভা ও সরকারের সুযোগ-সুবিধাগুলো পায় সে বিষয়ে সবসময় সচেষ্ট থাকবো।

গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ডের অনেক বাসিন্দাদের সাথেই কথা হয়েছে লিয়াকত হোসাইন-এর প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে। তারাও চান বিগত দিনের প্রতিনিধিত্বের পরিবর্তন ও নতুন মুখের আগমন হিসেবে পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে লিয়াকত নির্বাচিত হয়ে পৌর ৩ নং ওয়ার্ডের সকল বাসিন্দাদের সেবাসহ পুরো ৩নং ওয়ার্ডের এলাকার চিত্র পাল্টে দিবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য ইতিমধ্যে গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ডের তরুন সমাজসেবক লিয়াকত হোসাইন – এর কাউন্সিলর প্রার্থী হওয়ার খবরে পৌর ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ফিরোজ আহমেদ
গোয়ালন্দ

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg