রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া এলাকায় ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলা চন্দনী ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রবের ছেলে শাকিব (১১) ও লোকমান শেখের ছেলে সিফাত (১৮)। শাকিব স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। সিফাত রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, দুপুরে সিফাত মোটরসাইকেল চালিয়ে তার ভাইকে নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হয়।