গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে প্রতিদিন গড়ে ৯০০ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান নদী পারাপার হয়। সেখানে সরকার নির্ধারিত প্রতিটি ট্রাকের জন্য টার্মিনাল চার্জ ৭৫ টাকা। কিন্তু ওই ঘাটে বিআইডাব্লিউটিএর টোলঘরে টার্মিনাল চার্জের টিকিট মূল্যের অতিরিক্ত প্রায় সাত লাখ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
তথ্যানুসন্ধানে জানা গেছে, দৌলতদিয়া ঘাটে ফেরি পার হতে আসা ৯০০ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে টার্মিনাল চার্জের টিকিট বিক্রির নামে ট্রাকচালকদের কাছ থেকে প্রতিদিন গড়ে সাড়ে ২২ হাজার টাকা বখরা (অতিরিক্ত টাকা) আদায় করা হচ্ছে। সেই হিসাবে মাসে ছয় লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন সংশ্লিষ্ট বিআইডাব্লিউটিএর লোকজন। গত দুই দিন সরেজমিন গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাট থেকে সাড়ে ছয় কিলোমিটার দূরে গোয়ালন্দ উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত বিআইডাব্লিউটিসির ভেহিকল ডিজিটাল ওয়ে-ব্রিজ স্কেল। সেখানে ফেরি পার হতে আসা ঢাকামুখী পণ্যবাহী প্রতিটি ট্রাক ও কাভার্ড ভ্যানের ওজন মেপে বিনা মূল্যে স্লিপ দেওয়া হচ্ছে। এর মধ্যে কোরবানির গরুবোঝাই ট্রাকের সংখ্যা সবচেয়ে বেশি। এদিকে ওয়ে-ব্রিজ স্কেলটির পাশেই বিআইডাব্লিউটিএর টোল কাউন্টার। টোলঘরের সামনে বিভিন্ন ট্রাকের চালক ও সহকারীদের ভিড়। ভেতরে বসে দৌলতদিয়া ফেরিঘাটের টার্মিনাল চার্জের টিকিট বিক্রি করছেন বিআইডাব্লিউটিএর একজন শুল্কপ্রহরী (শুল্ক আদায়কারী)। উপস্থিত চালকদের অনেকেই জানান, দৌলতদিয়া ফেরিঘাটের টার্মিনাল চার্জ ৭৫ টাকা। অথচ বিআইডাব্লিউটিএর এই টোলঘরে ট্রাকপ্রতি অতিরিক্ত ২৫ টাকা করে আদায় করা হচ্ছে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকার হাজারীবাগ এলাকার কোরবানির পশুরহাটগামী গরুবোঝাই এক ট্রাকের চালক আরমান শেখ বলেন, ‘ঘাটের টার্মিনাল চার্জ নির্ধারিত টিকিট মূল্যের চেয়ে ২৫ টাকা করে বেশি নিচ্ছে।’ বিআইডাব্লিউটিএর টোলঘরে কর্মরত শুল্ক আদায়কারী শাহজাহান আলী বলেন, ‘ট্রাকচালকদের অভিযোগ সত্য নয়।’
বিআইডাব্লিউটিএর আরিচা অঞ্চলের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এস এম সাজ্জাদুর রহমান বলেন, ‘দৌলতদিয়ায় বিআইডাব্লিউটিএর টোল কাউন্টারে টার্মিনাল চার্জের টিকিট বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’