গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতবাড়ির দুটি ঘরসহ নগদ অর্থ পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো জাকের পার্টির নেতৃবৃন্দ

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

0Shares

গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতবাড়ির দুইটি ঘরসহ নগদ অর্থ পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো জাকের পার্টির নেতৃবৃন্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর চর পাচুরিয়া গ্রামে আব্দুস ছাত্তার ও ছালমা বেগমের দুুইটি বসত ঘরসহ নগত অর্থ এক ভরি স্বর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানাগেছে, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে মানবিক সহযোগিতা নিয়ে ছুটে এসেছেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা জাকের পার্টির সভাপতি নুরুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন সরদার, জাকের পার্টি পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ জাকের পার্টি আমিনুল হক আকাশ ।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার সাবেকুল ইসলাম বলেন, আমরা আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হই।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg