আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ এপ্রিল) বিকেলে উপজেলার দৌলতদিয়া টার্মিনালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম পুলিশ সুপার, রাজবাড়ী।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ চৌধুরী, নৌ পুলিশ, উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, মটর শ্রমিক, বাস মালিক সমিতি, মাহিন্দ্র মালিক সমিতি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ও ফেরী ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপার হতে পারে এ লক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশ কাজ করছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীরা যাতে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, খপ্পরে না পড়েন এজন্য জেলা পুলিশের সর্বোচ্চ নজরদারির পাশাপাশি সড়কে লাইটের ব্যবস্থা করা হবে। নদী পার হয়ে ঘাটে আসা যাত্রীগুলো যেন সঠিক ভাড়া দিয়ে যানবাহনে যেতে পারে সেজন্য প্রতিটি কাউন্টারে ভাড়া তালিকা টানাতে হবে। লঞ্চ ও ফেরিতে জোয়ারু ও মলম পার্টি, ছিনতাইকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg