গোয়ালন্দে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ সজীব মন্ডল নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (০৭ এপ্রিল) দিনগত রাত আটটার দিকে দক্ষিন উজানচর ছবদুল খাঁর পাড়া আব্দুর রহমান এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি- মো. সজীব মন্ডল (২৬) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিন উজানচর ছবদুল খাঁর পাড়া গ্রামের মো. বিল্লাল মন্ডললের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম রবিবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার দক্ষিন উজানচর ছবদুল খাঁর পাড়া সাকিনস্থ আব্দুর রহমান এর বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে সজীব মন্ডলকে ৫০ (পঞ্চশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg