রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ বিশ্বাসের হাতে বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন লাঞ্ছিত হয়েছে।
জানা গেছে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজের সামনে হিটুর চায়ের দোকানে সাবেক সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ বিশ্বাস অবস্থান করছিলেন। সেখানে বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য চিঠি দিতে গেলে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে গায়ে হাত দেয় বলে জানা গেছে।
এই বিষয় চারপাশে ছড়িয়ে পড়লে বাজারের সাধারন সচেতন মহলের মানুষ ও মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যরা বিক্ষোভ করে সোনাপুর বাজারে। বিক্ষোভকারীরা সাবেক সভাপতির বিচার দাবী করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ সবুজ, সহকারী শিক্ষক আইয়ুব হোসেন আমান, সহকারী শিক্ষক আতাউর রহমান ফিরোজ, ম্যানেজিং কমিটির সদস্য আলমগীর হোসেন।