রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী থেকে চুরি হওয়া প্রাইভেট কার নরসিংদী জেলা থেকে উদ্ধার করেছে সদর থানা পুলিশ। এসময় গাড়ী চোর চক্রের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
২০২২ সালের নভেম্বর মাসের ২৯ তারিখে রাজবাড়ী চরলক্ষীপুর এলাকার রাজবাড়ী টু কুষ্টিয়া সড়ক সংলগ্ন হাসান মিয়ার ইট ভাটার সামনে ফাঁকা জায়গা থেকে প্রাইভেট কারটি চুরি হয়।
পরে গাড়ির মালিক পলাশ খন্দকার রাজবাড়ী সদর থানায় অনলাইনে একটি জিডি করেন।জিডি করার পর থেকে রাজবাড়ী থানা পুলিশ তদন্ত শুরু করে। চুরি যাওয়া পুরাতন সাদা রংয়ের এক্স করোলা ২০০৪ মডেলের প্রাইভেট কারটির রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-২৭-৪৮৯৯, যার মূল্য অনুমান ১১,২৫,০০০/- (এগার লক্ষ পঁচিশ হাজার) টাকা।
রাজবাড়ী জেলা পুলিশ ০২ (দুই)দিন ব্যাপী দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে আসামী মোঃ মেজবাউল হক (৩৬),সেলিম হাওলাদার ওরফে সেলিম বাবু হাওলাদার ওরফে প্রকাশ বাবু ওরফে প্রকাশ সেলিম (৪০),মোঃ লিখন মিয়া ওরফে নয়ন (৩০), রিফাত হোসেন ওরফে ফালাইনা (২২) কে গ্রেফতার করে।এরা সকালেই আন্ত চোর চক্রের সদস্য।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান জানান, ধৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহারা আন্তঃজেলা প্রাইভেট কার চোর চক্রের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন যাবত চোরাই প্রাইভেট কার ক্রয়-বিক্রয় সহ রাজবাড়ী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা হইতে প্রাইভেট কার চুরি করে প্রাইভেট কারের রং ও রেজিষ্ট্রেশন নাম্বার পরিবর্তন করিয়া বিক্রয় করে থাকে।তারা গত ২৯ তারিখ রাতে ঘটনাস্থল থেকে বর্নিত প্রাইভেট কারটি চুরি করেছে মর্মে স্বীকার করে। এই গ্রুপটি দির্ঘদিন যাবৎ রাজবাড়ীসহ বাংলাগেদশের বিভিন্ন জেলায় এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় নিয়মিত চুরি ও চোরাই উদ্ধার মামলা রুজু করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত, তদন্ত ওসি উত্তম কুমার।