সেবাই পুলিশের ধর্ম এই প্রতিপদ্য সামনে রেখে আজ ৯ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্ধারকৃত ৩১ টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজবাড়ী জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সবার মধ্য দিয়ে প্রকৃত মালিকদের হাতে উদ্ধারকৃত হারানো মোবাইল গুলো হস্তান্তর করা হয়। এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সকলের উদ্দেশ্যে বলেন, সাধারণ জনগণের প্রত্যাশা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলা পুলিশের উদ্ধারকৃত ৩১ টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে আজ আমরা হস্তান্তর করলাম এভাবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছি আমরা এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই পুলিশ সর্বদা জনগণের পাশে ছিল আছে এবং থাকবে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) রেজাউল করিম বলেন, আমরা পুলিশ জনগণের সেবায় নিয়োজিত হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করার মাধ্যমে রাজবাড়ী জেলা পুলিশ জনমের সেবায় আরো এক ধাপ এগিয়ে আপনাদের সহযোগিতায় আমরা সার্বিক অপরাধ দমনে কাজ করে যাচ্ছি রাজবাড়ী জেলা অপরাধ ও সন্ত্রাসমুক্ত একটি জেলায় পরিণত হোক এটা আমাদের অঙ্গীকার। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন,রাজবাড়ী সদর সার্কেল (সহকারী পুলিশ সুপার) মোঃ ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন। উদ্ধারকৃত মোবাইল মালিকদের সাথে কথা বললে তারা জানান আমরা অনেকেই হাল ছেড়ে দিয়েছিলাম হারানো মোবাইল ফিরে পাব কিনা কিন্তু রাজবাড়ী জেলা পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিক ও মানবিক দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করেন আমাদের প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি আমরা ধন্যবাদ জানাই রাজবাড়ী জেলা পুলিশকে।