রাজবাড়ির দৌলতদিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।

নিউজ ডেস্ক | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩

0Shares

রাজবাড়ি প্রতিনিধি, রাজবাড়ির দৌলতদিয়ার লঞ্চ ঘাটে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশ ফাড়ির সদস্যরা।

বুধবার (২৫শে জানুয়ারী) সন্ধায় লন্ধ ঘাটের পদ্মা নদীতে ভাসতে দেখে পথচারীরা দৌলতদিয়া ঘাটের নৌ-পুলিশ ফাড়িকে জানালে পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। বয়স আনুমানিক ৩৫।

এ সময় মৃত ব্যক্তির গায়ে ছিল আকাশি রংয়ের শার্ট, সেন্ডো গেন্জি এবং দুইপা শক্ত রশি দিয়ে বাধা ছিল। লাশের শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। এ দেখে সাধারণা করা হচ্ছে ১০-১২ দিন পুর্বে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ি মর্গে পাঠানো হয়েছে।

এব্যাপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির (ওসি) জে এম সিরাজুল কবির জানান, বুধবার সন্ধায় দৌলতদিয়া লঞ্চঘাট সংলগ্ন পদ্মা নদীতে লাশ ভাসতে দেখে উৎসক জনতা নৌ পুলিশকে জানায়। খবর পেয়ে সাথে সাথে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি দেখে ধারনা করা হচ্ছে ১০-১২ দিন পুর্বে মৃত্যু হয়েছে। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ি মর্গে পাঠাছি। রিপোর্ট পেলে বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg