পাটুরিয়া ঘাট থেকে ৫ ছিনতাইকারী আটক
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি, ২৮ এপ্রিল
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকা থেকে ৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৪, (সিপিসি-৩)।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে র্যাব। শুক্রবার ভোরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আরিফ হোসেন।
আটককৃতরা হলেন- মো. মনির হোসেন (৩৫), মো. আলিমুল্লাহ হযরত আলী মোল্লা (২৭), মো. হিরু শেখ (২২), মো. রাসেল (১৯), মো. আল আমিন মোল্লা (২৪)।
লে: কমান্ডার আরিফ হোসেন জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ জেলার শিবালয় থানার পাটুরিয়া ঘাট এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।