দৌলতদিয়া পদ্মায় জেলের জালে ধরা রুই ও আইড় সাড়ে ৫৩ হাজার টাকায় বিক্রি

জহুরুল ইসলাম হালিম / ৩৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

0Shares

জহুরুল ইসলাম হালিম:

গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ১৪ কেজির একটি রুই ও ১০ কেজি ওজনের একটি আইড় মাছ। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকালে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় স্থানীয় জেলে কালিদাস হালদারের জালে ওই মাছদুটি ধরা পড়ে। বিক্রি করার জন্য মাছদুটি তিনি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। এসময় বিশাল আকারের মাছদুটি একনজর দেখতে সেখানে ফেরিযাত্রীসহ স্থানীয় উৎসুক মানুষের ভির জমে। পরে ১৪ কেজি ওজনের রুই মাছ মেপে স্থানীয় মাছের আড়তদার চাঁন্দু মিয়া ২হাজার ৫’শ টাকা কেজি দরে ও ১০ কেজির আইড় মাছটি ১৬’শ টাকা কেজি দরে কিনে নেন।

মাছদুটির ক্রেতা চান্দু মিয়া বলেন, ‘পদ্মা নদীতে এখন এমন বড় বড় মাছ পাওয়া যায়। প্রচুর চাহিদা থাকায় মাছদুটির দাম অনেক বেশি। জেলে কালিদাস হালদারের কাছ থেকে ৫১ হাজার টাকায় মাছদুটি আমি কিনেছি। পরে ওই মাছদুটি আমি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫৩হাজার ৪’শ টাকায় বিক্রি করেছি।’

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg