ফরিদপুর সদর প্রতিনিধি।
তীব্র তাপদাহ থেকে মুক্তি ও স্বস্তির বৃষ্টি পেতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়।
আজ (২৭ এপ্রিল) রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় মমিনখাঁর হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে প্রখর রোদ উপেক্ষা করে বৃষ্টির এই নামাজ পড়া হয়। দূরদুরান্ত থেকে আগত হাজার হাজার মুসল্লি উক্ত নামাজে অংশগ্রহণ করেন।
ইকামাতেদীন মহিলা মাদ্রাসার প্রভাষক ও মমিনখাঁর হাট জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের ইমামতিতে খরা বা দাবদাহের অবস্থা থেকে নিষ্কৃতি পেতে সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করেন।