স্টাফ রিপোর্টার ” রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ বাবলু আকন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাতের প্রথম প্রহরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কাজীর পাগলা মুছা মান্ডার গ্রামের মৃত সসজল আকনের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে (১০ অক্টোবর, ০০:৩০ ঘটিকা) দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা কুষ্টিয়া মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে পুলিশ বাবলু আকনকে গাঁজাসহ আটক করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।