শিরোনাম
রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা: ৯৬ জনের নাম, অভিযুক্তদের তালিকায় আইনজীবী–রাজনৈতিক ও ধর্মীয় নেতাও গোয়ালন্দে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার গোয়ালন্দে অরিয়েন্ট জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন দাবিতে আমরণ অনশন গোয়ালন্দে জামায়াতে ইসলামী’র রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতবিনিময় সভা গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু গোয়ালন্দে আইন-শৃঙ্খলার অবনতি, সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি বাসভবনে চুরি

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ভোগান্তিতে রোগীরা

স্টাফ রিপোর্টার / ১২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং কর্মরত চিকিৎসকদের অনুপস্থিতির কারণে সেবার মানে ভরসা হারাচ্ছেন রোগীরা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রায় দুই লাখ মানুষের একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র হলো এ ৫০ শয্যার হাসপাতাল। প্রতিদিন গড়ে চার শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন, যার মধ্যে শিশু রোগীর সংখ্যা সর্বাধিক। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদের মধ্যে ৮টি দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। সার্জারি, কার্ডিওলজি, অর্থোপেডিক, চর্ম ও যৌন, চক্ষু ও মেডিসিন সব ক্ষেত্রেই নেই কোনো জুনিয়র কনসালট্যান্ট। এছাড়া মেডিক্যাল অফিসারের একটি পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে শিশু বিভাগে। জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আলাউদ্দিন ২০১৮ সালের অক্টোবর মাসে যোগদানের পর কয়েক দিন দায়িত্ব পালনের পর থেকে দীর্ঘ চার বছর ১০ মাস অনুপস্থিত ছিলেন। সাময়িকভাবে ফিরলেও আবারও কর্মস্থল ত্যাগ করেন তিনি। অথচ কাগজে কলমে পদটি শূন্য ঘোষণা করা হয়নি, ফলে নতুন চিকিৎসক নিয়োগের সুযোগও তৈরি হয়নি।

 

এ অবস্থায় হাসপাতালের আউটডোর সেবা কার্যত চালাচ্ছেন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসাররা। সাধারণ রোগীর প্রাথমিক চিকিৎসা ও রেফারেল দেওয়ার দায়িত্ব থাকলেও, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে তারাই রোগীদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। বর্তমানে ছয়জন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার প্রতিদিন শিশুসহ সব রোগীর সেবা দিচ্ছেন।

 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান বলেন,চিকিৎসক সংকটের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg