স্টাফ রিপোর্টার”
রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম।
তিনি একাধারে তারেক জিয়া পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) দুপুর থেকে পাংশা উপজেলার দর্গাতলা এলাকার হযরত শাহ্ জুঁই (রহ.) মাজার শরীফের সামনে তিনি অনশন শুরু করেন। রিয়াজুল ইসলাম ঘোষণা দেন, কোনো জোট বা সমর্থিত প্রার্থী নয়, রাজবাড়ী-২ আসনে ধানের শীষ প্রতীকেই প্রার্থী চাই।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে অনশন ভাঙানোর জন্য ঘটনাস্থলে যান পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার। তিনি রিয়াজুল ইসলামকে অনশন ভাঙানোর অনুরোধ জানান।
তবে রিয়াজুল ইসলাম কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বাহারাম হোসেন সরদার স্থানীয় এক চিকিৎসকের সহায়তায় তার শরীরে স্যালাইন প্রদান করে শারীরিক অবস্থার উন্নয়নের ব্যবস্থা করেন।
অনশনের খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়।