স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলন (৫০) নামে এক ব্যক্তির দুই পা ও হাত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নুরু মিয়ার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার জানান, একটি ট্রাক এসে মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর তারা গল্প করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে দোকানের টিনের চাল উড়ে যায় এবং ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় মিলনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার দুই পা ও হাতের মাংস ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।
পরে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম আজম জানান, বিস্ফোরণে মিলনের দুই পা ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ভলকানাইজ দোকানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে।