শিরোনাম
গোয়ালন্দে অরিয়েন্ট জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন দাবিতে আমরণ অনশন গোয়ালন্দে জামায়াতে ইসলামী’র রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতবিনিময় সভা গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু গোয়ালন্দে আইন-শৃঙ্খলার অবনতি, সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি বাসভবনে চুরি গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময় সভা গোয়ালন্দে কেনা জমি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মমিন খা গোয়ালন্দে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন সাথী দাস

রাজবাড়ীতে হাওয়া মেশিন বিস্ফোরণ: মিলনের হাত-পা ক্ষতবিক্ষত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

স্টাফ রিপোর্টার / ৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীতে হাওয়া মেশিন (ভলকানাইজ) বিস্ফোরণে মো. মিলন (৫০) নামে এক ব্যক্তির দুই পা ও হাত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের নুরু মিয়ার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মিলন রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের মওলা ড্রাইভারের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. মামুন সরদার জানান, একটি ট্রাক এসে মিলনের ভলকানাইজ দোকানের সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পর তারা গল্প করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে দোকানের টিনের চাল উড়ে যায় এবং ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় মিলনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তার দুই পা ও হাতের মাংস ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

পরে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম আজম জানান, বিস্ফোরণে মিলনের দুই পা ও হাতের মাংস উড়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, ভলকানাইজ দোকানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এমন দুর্ঘটনা আবারও ঘটতে পারে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg