শিরোনাম
গোয়ালন্দে অরিয়েন্ট জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন দাবিতে আমরণ অনশন গোয়ালন্দে জামায়াতে ইসলামী’র রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতবিনিময় সভা গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু গোয়ালন্দে আইন-শৃঙ্খলার অবনতি, সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি বাসভবনে চুরি গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময় সভা গোয়ালন্দে কেনা জমি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মমিন খা গোয়ালন্দে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন সাথী দাস

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন, নদীভাঙন, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

ইউএনও সাথী দাস সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বলেন গোয়ালন্দ একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় উপজেলা। সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা পেলে আমরা একসঙ্গে কাজ করে এ উপজেলাকে উন্নয়ন ও সেবার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে পারব।

তিনি আরও আশ্বাস দেন যে, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সমস্যাগুলোর সমাধানে সবার সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি আজু শিকদার, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,
সিনিয়র সহ-সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ ও আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক ও গণমুক্তি প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি লুৎফর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, কালবেলা প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, জনবানী প্রতিনিধি জাকির হোসেন,দিনকাল প্রতিনিধি আক্তাউজ্জামান রনি এবং উদয় দাস প্রমুখ।

সভা শেষে ইউএনও ও সাংবাদিকদের মধ্যে সৌজন্য বিনিময় ও সম্মিলিতভাবে উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg