শিরোনাম
গোয়ালন্দে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব আয়োজন নিয়ে অসন্তোষ সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ। গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোয়ালন্দে সরকারি মাধ্যমিকে ভর্তির সংকোচন: বেসরকারি স্কুলের ফাঁদে পড়ছে গরিব পরিবার রাজবাড়ী-২ আসনে প্রতীক্ষার অবসান, বিএনপির মনোনয়ন পেলেন হারুন আর রশীদ

গোয়ালন্দে গরু চুরি করে বিক্রি, বকেয়া টাকা নিতে এসে আটক দুই চোর

স্টাফ রিপোর্টার / ১৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গরু চুরির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর লালগোলা গ্রামের মো. মিলন মোল্লা (৩৮) ও দুলাল মিয়া (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই দুই ব্যক্তি। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটককৃত মিলন মোল্লা জানান, তারা আট সদস্যের একটি চোর চক্রের সদস্য। গত সপ্তাহে মানিকগঞ্জের দৌলতপুর এলাকা থেকে চারটি গরু চুরি করে ট্রলারের মাধ্যমে দৌলতদিয়ায় এনে স্থানীয় গাজী কসাইয়ের ছেলে চুন্নু কসাইয়ের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেন। এ সময় চুন্নু কসাই এক লাখ বিশ হাজার টাকা নগদ পরিশোধ করেন এবং বাকি ৩০ হাজার টাকা পরে দেওয়ার কথা বলেন। বকেয়া টাকা নিতে এসে তারা স্থানীয়দের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত গাজী কসাই ও তার ছেলে চুন্নু কসাইয়ের বক্তব্য জানতে তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg