শিরোনাম
গোয়ালন্দে অরিয়েন্ট জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজবাড়ী-২ আসনে ধানের শীষের মনোনয়ন দাবিতে আমরণ অনশন গোয়ালন্দে জামায়াতে ইসলামী’র রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মতবিনিময় সভা গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু গোয়ালন্দে আইন-শৃঙ্খলার অবনতি, সহকারী কমিশনার (ভূমি)-এর সরকারি বাসভবনে চুরি গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সঙ্গে প্রেসক্লাবের মতবিনিময় সভা গোয়ালন্দে কেনা জমি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মমিন খা গোয়ালন্দে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন সাথী দাস

গোয়ালন্দে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দারের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার বক্তব্য জানতে গেলে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে অশালীন আচরণ করেন।

চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম শেখ জানান, সরকারি ঘোষণা অনুযায়ী ডিএপি সারের দাম কেজিপ্রতি ২১ টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ২৯ টাকায়। এ বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পর উপজেলা কৃষি অফিসারের কাছে মন্তব্য জানতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

একই অভিজ্ঞতার কথা জানান আমার দেশ পত্রিকার প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম। তিনি বলেন, আমি সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে ভাই বলে সম্বোধন করলে কৃষি কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে বলেন, ইউএনও বা এসিল্যান্ডের অফিসে যেমন আচরণ করেন, তার কার্যালয়ে তেমন করেন না। পরে আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

দৈনিক মাতৃকণ্ঠ প্রতিনিধি মইনুল হক মৃধা এবং আমাদের রাজবাড়ী প্রতিনিধি সাজ্জাদ হোসেন জানান, কয়েকদিন আগে ধানবীজ সংক্রান্ত বিষয়ে বক্তব্য নিতে গেলে কৃষি কর্মকর্তা কোনো সহযোগিতা করেননি এবং শিষ্টাচার বজায় রাখেননি।

এদিকে চ্যানেল ২৪-এর রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস বলেন, এক মাস আগে তথ্য অধিকার আইনে কিছু তথ্য চেয়ে আবেদন করেছিলাম। তিনি তথ্য না দিয়ে উল্টো অনুপযুক্ত মন্তব্য করেন, যা একজন সরকারি কর্মকর্তার জন্য অনভিপ্রেত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন,মঙ্গলবারের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেদিন শারীরিক ও মানসিকভাবে ভালো ছিলাম না, কাজের চাপও ছিল। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে কাজ করব এলাকার কৃষি উন্নয়নে।

এ বিষয়ে গোয়ালন্দের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান বলেন,ঘটনার বিষয়ে জানতে পেরে কৃষি কর্মকর্তাকে ডেকে সতর্ক করেছি। তিনি অনুতপ্ত হয়েছেন। ভবিষ্যতে এমন আচরণ করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg