স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেছে সামাজিক সংগঠন ‘স্বপ্ন কুঁড়ি’।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে ‘স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন নাহার সিদ্দীকা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক প্রতিনিধি মো. নজীর হোসেন মোল্লা, বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ ও স্বপ্ন কুঁড়ি সংগঠনের উপদেষ্টা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ।
স্বপ্ন কুঁড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মণ্ডল বলেন,
আমাদের সংগঠন সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। এর আগেও অসহায় শিক্ষার্থীদের বই, ভর্তি ফি ও বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীই একটি কুঁড়ি একটু যত্ন পেলে তারা বড় হয়ে সমাজ ও দেশের নেতৃত্ব দিতে পারবে। আজকের এই অনুষ্ঠান থেকেই আমরা ঘোষণা দিচ্ছি, গোয়ালন্দে টাকার অভাবে আর কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না। কোনো কুঁড়ি অপূর্ণ থাকবে না।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মিতা আক্তার, খাদিজা আক্তার, মিতালি আক্তার ও মিথিলা আক্তার তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বলেন, ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। একই সঙ্গে নতুন প্রজন্মকে তারা পড়াশোনার পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। একদিন তোমরাই হবে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। মা-বাবার আদর্শ অনুসরণ করে এগিয়ে যেতে হবে এবং শিক্ষকদের অবদান আজীবন স্মরণ রাখতে হবে।