স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে রুকন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার আহম্মদ আলী গণগ্রন্থাগার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সেক্রেটারি এডভোকেট মোঃ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর কেন্দ্রীয় অঞ্চলের কর্মপরিষদ সদস্য ও অঞ্চল সহকারী মোঃ দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের নির্বাচনী বিভাগের দায়িত্বশীল আবু হাদিস মোল্লা, জামায়াতে ইসলামী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, গোয়ালন্দ পৌর শাখার আমীর মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদুল হাসান আক্কাস, দৌলতদিয়া ইউনিয়ন শাখার আমীর মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি হাফেজ আবু সাঈদ সোহাগ, উজানচর ইউনিয়ন শাখার আমীর মাওলানা সামছুল হক, সেক্রেটারি নজরুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন শাখার আমীর মোঃ ইমরান হোসেন এবং দেবগ্রাম ইউনিয়ন শাখার আমীর মাওলানা আব্দুল মালেক।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শাখা থেকে প্রায় তিন শতাধিক রুকন ও কর্মী অংশগ্রহণ করেন।