স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যথাযোগ্য মর্যাদা মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ঐতিহাসিক এ দিবস উপলক্ষে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা বিএনপি। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে রূপ নেয়।
র্যালি ও আলোচনা সভায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাড. এবিএম আব্দুস ছাত্তার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাহবুবুল আলম শাহীন ও মুরাদ আল রেজা, পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন,ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষিত হয়। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় নেতৃত্বে আনা হয়। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জাতির রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন।