শিরোনাম
নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন গোয়ালন্দে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব আয়োজন নিয়ে অসন্তোষ সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ। গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোয়ালন্দে সরকারি মাধ্যমিকে ভর্তির সংকোচন: বেসরকারি স্কুলের ফাঁদে পড়ছে গরিব পরিবার

গোয়ালন্দে থানার সামনে থেকে ব্যবসায়ী অপহরণ, তিন অপহরণকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দে থানার সামনে থেকে এক শীতবস্ত্র ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে গোয়ালন্দ বাজার থানার সামনে প্রধান সড়কে এ অপহরণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার কৃষনতলা এলাকার জত্তর খানের ছেলে সবুজ খান (৩০), দেওয়ানপাড়া এলাকার লালমিয়া শেখের ছেলে ফরিদ শেখ (৪০) এবং উপজেলার ছোট ভাকলা এলাকার খোরশেদ আলী শেখের ছেলে ওয়াহিদ শেখ (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, শীতবস্ত্র ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৩৮) প্রতিদিনের মতো গোয়ালন্দ বাজার থানার সামনে প্রধান সড়কের পাশে দোকান বসিয়ে পুরাতন শীতবস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত তিন ব্যক্তি তাকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসায়ীর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পেতে দেরি হওয়ায় তারা গিয়াস উদ্দিনকে মারধর করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়টি ব্যবসায়ীর পরিবারের সদস্যরা গোয়ালন্দঘাট থানায় জানালে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

একপর্যায়ে একই দিন সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নগর রায়েরপাড়া এলাকার চামেলী পার্কগামী তিন রাস্তার মোড় থেকে অপহৃত ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে উদ্ধারসহ তিন অপহরণকারীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাও উদ্ধার করা হয়।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg