স্টাফ রিপোর্টার” রাজবাড়ী-২ সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবু বলেন, রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালি উপজেলার জনগণ দলের ঘোষিত প্রার্থীকে গ্রহণ করতে পারছে না। এতে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে প্রত্যাশিত উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে না। তিনি দলীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ এলাকার জনগণের মতামত বিবেচনা করে প্রার্থী পুনর্বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য প্রার্থী দিলে এই আসনে দল আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, জনগণ সমর্থিত প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা দাবি করেন, প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে রাজবাড়ী-২ আসনে চূড়ান্তভাবে ধানের শীষের উপযুক্ত প্রার্থী ঘোষণা করা হোক।
এ সময় নাসিরুল হক সাবুর মেয়ে ফারজানা অনি, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুজাহিদুল ইসলামসহ সাবুর অনুসারী ও বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সাবেক এমপি নাসিরুল হক সাবু ছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপি নেতা মাহমুদুল হক রোজেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন খান, সাবেক জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ব্যারিস্টার কাজী রহমান মানিক এবং বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম ছিলেন।