শিরোনাম
নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন গোয়ালন্দে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব আয়োজন নিয়ে অসন্তোষ সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ। গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোয়ালন্দে সরকারি মাধ্যমিকে ভর্তির সংকোচন: বেসরকারি স্কুলের ফাঁদে পড়ছে গরিব পরিবার

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের বিজয় র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার / ১০০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

0Shares

 

স্টাফ রিপোর্টার”মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বিজয় র‍্যালি ও শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সংগঠনটির জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনের প্রার্থী জাহাঙ্গীর খান, যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি সোহেল মল্লিক, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক তারেক হাসান, সদস্য সচিব গাজী বাচ্চুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাজবাড়ী-১ আসনের প্রার্থী জাহাঙ্গীর খান বলেন,১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। কিন্তু সেই অর্জনকে সঠিকভাবে রক্ষা করতে পারিনি। আজও দেশে নানা ষড়যন্ত্রকারী ও ভুয়া মুক্তিযোদ্ধা সক্রিয় রয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা এখনো তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ রাষ্ট্রক্ষমতায় গেলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি একটি উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করবে। এজন্য জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। অনুষ্ঠান শেষে একটি সংক্ষিপ্ত বিজয় র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg