স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বাবাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন একই গ্রামের সোহান ও নাজমা বেগম।
আহত লোকমান ফকির (৫২)। বর্তমানে তিনি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।
অভিযোগ সূত্রে জানা যায়, লোকমান ফকিরের ছেলে মোঃ রিয়াজ ফকির (১৯) প্রায় ১০ মাস আগে চাকরির উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে একই কোম্পানিতে কর্মরত প্রতিবেশী সোহাগ (২৪) এর কাছে রিয়াজের ৭৫ হাজার টাকা পাওনা ছিল। গত ১০ ডিসেম্বর রাতে রিয়াজ টাকা চাইলে সোহাগ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে বলে তিনি তার পরিবারকে জানান।
পরদিন সকালে বিষয়টি জানার জন্য রিয়াজের বাবা লোকমান ফকির বিবাদীদের বাড়িতে গেলে সোহাগের ছোট ভাই সোহান ও মা নাজমা বেগম তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা ঘর থেকে কাঠের বাটাম এনে এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। এতে লোকমান ফকিরের মাথা, কপাল ও কানের ওপরে গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।লোকমান ফকির বলেন, আমার ছেলেকে মারধরের বিচার চাইতে গিয়ে আমি নিজেই হামলার শিকার হলাম। এখন আইনের আশ্রয় নিয়েছি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।