স্টাফ রিপোর্টার: বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত ৩৬টি সংসদীয় আসনের প্রার্থীদের তালিকায় রাজবাড়ী-২ আসন এবার বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। কারণ এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন হারুন আর রশীদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
প্রার্থী ঘোষণার সময় রাজবাড়ী-২ আসনের নাম উঠতেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও করতালির ঝড় ওঠে। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত এই আসনে মনোনয়ন পাওয়ায় হারুন আর রশীদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, মাঠের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকায় এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে হারুন আর রশীদের নামটি গুরুত্ব পায়।
মনোনয়ন ঘোষণা পরবর্তী সময়ে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানা গেছে। রাজবাড়ী-২ আসনে বিএনপির এই প্রার্থী ঘোষণা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় নতুন রাজনৈতিক আলোচনা সৃষ্টি করেছে।
রাজবাড়ী জেলায় বিএনপির রাজনীতিতে মনোনয়ন ঘোষণাটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।