স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দে যৌথ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। রোববার (৩০ নভেম্বর) ভোররাত ৫টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত পলাতক আসামি মো. আশিক সরদার (২৩) হোসেন মন্ডল পাড়া এলাকার মোহাম্মদ শাজাহান সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল আশিক সরদারের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির লাকড়ি রাখার ঘর থেকে ৯ এমএম বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিনসহ এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল এবং ২৫০ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গোয়ালন্দঘাট থানার এসআই মো. আব্বাস মিয়া আলামতগুলো জব্দ করেন।
গোয়ালন্দঘাট থানার ওসি( তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান,
আসামি গ্রেপ্তার হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও আলামত জব্দ করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।