সোহাগ মিয়া,গোয়ালন্দ,(রাজবাড়ী)
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আয়নাল মাতুব্বর পাড়ায় ১৯৯৯ সালের ১৫ জুন জন্ম নেন স্বপ্নবাজ তরুণ রাজু হাসান। ছোটবেলা থেকেই আর্থিক অভাব-অনটনের সঙ্গে লড়াই করে গড়ে উঠতে হয়েছে তাকে।
২০০৪ সালে দক্ষিণ দৌলতদিয়া সামজদ্দিন বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি। প্রথম দিকে খুব মেধাবী না হলেও পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। ২০০৯ সালে পঞ্চম শ্রেণি পাস করার পর ভর্তি হন গোয়ালন্দ সরকারি নাজিরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে। আর্থিক সীমাবদ্ধতার কারণে সেখানে বেশিদিন পড়তে পারেননি। এক বছর পর সপ্তম শ্রেণিতে ভর্তি হন সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাই স্কুলে এবং সেখান থেকেই ২০১৫ সালে এসএসসি পাস করেন।
পরে ২০১৭ সালে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি এবং ২০২১ সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স সম্পন্ন করেন। পড়াশোনার খরচ চালাতে কখনো অন্যের বাড়িতে কাজ করতে হয়েছে, কখনো আবার গ্রামে ইংরেজি বেশি বলার কারণে তাকে ভুল বুঝে পাগল বলেও ডাকা হয়েছে। কিন্তু এসব কিছুর পরেও রাজু হাসান তার লক্ষ্য থেকে সরে দাঁড়াননি।
শৈশবের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। তবে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সেই স্বপ্ন পূরণ হয়নি। একে একে সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে নানা প্রচেষ্টায় ব্যর্থতার মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু ব্যর্থতা তাকে দমাতে পারেনি, বরং আরও শক্ত করেছে।
তার বিশ্বাস, স্বপ্ন থাকলে মানুষ আকাশ ছুঁতে পারে। ব্যর্থতা সাময়িক, কিন্তু লক্ষ্য স্থির থাকলে সাফল্য ধরা দেয় একদিন। তার মতে, শুধু পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লেই সফল হওয়া যায় না, চেষ্টা আর অধ্যবসায় থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও স্বপ্ন পূরণ সম্ভব।
বর্তমানে রাজু হাসান যুক্তরাজ্যে উচ্চশিক্ষা (মাস্টার্স) করছেন। ভবিষ্যতে পিএইচডি সম্পন্ন করে আইটির মাধ্যমে কীভাবে শিক্ষা খাতের উন্নয়ন করা যায় সে বিষয়ে গবেষণা করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও স্বপ্ন দেখেন তিনি।