শিরোনাম
নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন গোয়ালন্দে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব আয়োজন নিয়ে অসন্তোষ সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ। গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোয়ালন্দে সরকারি মাধ্যমিকে ভর্তির সংকোচন: বেসরকারি স্কুলের ফাঁদে পড়ছে গরিব পরিবার

একজন স্বপ্নবাজ তরুণের অনুপ্রেরণার গল্প

স্টাফ রিপোর্টার / ২৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

সোহাগ মিয়া,গোয়ালন্দ,(রাজবাড়ী) 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আয়নাল মাতুব্বর পাড়ায় ১৯৯৯ সালের ১৫ জুন জন্ম নেন স্বপ্নবাজ তরুণ রাজু হাসান। ছোটবেলা থেকেই আর্থিক অভাব-অনটনের সঙ্গে লড়াই করে গড়ে উঠতে হয়েছে তাকে।

২০০৪ সালে দক্ষিণ দৌলতদিয়া সামজদ্দিন বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন তিনি। প্রথম দিকে খুব মেধাবী না হলেও পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। ২০০৯ সালে পঞ্চম শ্রেণি পাস করার পর ভর্তি হন গোয়ালন্দ সরকারি নাজিরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে। আর্থিক সীমাবদ্ধতার কারণে সেখানে বেশিদিন পড়তে পারেননি। এক বছর পর সপ্তম শ্রেণিতে ভর্তি হন সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট হাই স্কুলে এবং সেখান থেকেই ২০১৫ সালে এসএসসি পাস করেন।

পরে ২০১৭ সালে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি এবং ২০২১ সালে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স সম্পন্ন করেন। পড়াশোনার খরচ চালাতে কখনো অন্যের বাড়িতে কাজ করতে হয়েছে, কখনো আবার গ্রামে ইংরেজি বেশি বলার কারণে তাকে ভুল বুঝে পাগল বলেও ডাকা হয়েছে। কিন্তু এসব কিছুর পরেও রাজু হাসান তার লক্ষ্য থেকে সরে দাঁড়াননি।

শৈশবের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা। তবে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সেই স্বপ্ন পূরণ হয়নি। একে একে সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে নানা প্রচেষ্টায় ব্যর্থতার মুখোমুখি হয়েছেন তিনি। কিন্তু ব্যর্থতা তাকে দমাতে পারেনি, বরং আরও শক্ত করেছে।

তার বিশ্বাস, স্বপ্ন থাকলে মানুষ আকাশ ছুঁতে পারে। ব্যর্থতা সাময়িক, কিন্তু লক্ষ্য স্থির থাকলে সাফল্য ধরা দেয় একদিন। তার মতে, শুধু পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লেই সফল হওয়া যায় না, চেষ্টা আর অধ্যবসায় থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও স্বপ্ন পূরণ সম্ভব।

বর্তমানে রাজু হাসান যুক্তরাজ্যে উচ্চশিক্ষা (মাস্টার্স) করছেন। ভবিষ্যতে পিএইচডি সম্পন্ন করে আইটির মাধ্যমে কীভাবে শিক্ষা খাতের উন্নয়ন করা যায় সে বিষয়ে গবেষণা করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে বাস্তব অভিজ্ঞতা অর্জনেরও স্বপ্ন দেখেন তিনি।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg