স্টাফ রিপোর্টার “গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের প্রস্তুতি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আয়োজক কমিটি উপ-কমিটির সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে।
জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮০ বছর পূর্তি উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
উৎসব আয়োজনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সফল করতে গঠিত উপ-কমিটিতে বিদ্যালয়ের বহু প্রাক্তন শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকলেও তাদের মতামত উপেক্ষা করে মূল কমিটি একের পর এক সিদ্ধান্ত চূড়ান্ত করছে বলে অভিযোগ উঠেছে। এতে উপ-কমিটিতে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একাংশের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষুব্ধ প্রাক্তন শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের ৮০ বছরের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে সকলের অংশগ্রহণ এবং মতামতের প্রতিফলন থাকা অত্যন্ত জরুরি। কিন্তু উপ-কমিটিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে আয়োজনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।
তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল কমিটির সমন্বয়ে একটি যৌথ সভা আয়োজন করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা না হলে ভবিষ্যতে এ বিষয়টি আরও জটিল আকার ধারণ করতে পারে।
এ বিষয়ে আয়োজক কমিটির দায়িত্বশীলদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।