স্টাফ রিপোর্টার”বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৌদি আরব রিয়াদ শাখা রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দলের সংকটময় সময়ে প্রবাসে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের সমন্বয়েই নতুন কমিটি গঠিত হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বাজিতপুর মোল্লাবাড়ির সন্তান এবং সৌদি আরবস্থ বিশিষ্ট ব্যবসায়ী এসএ সুজন মোল্লা। দীর্ঘদিন ধরে সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা, নিবেদন এবং প্রবাসে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অবদানের স্বীকৃতিতেই তাকে এ পদে মনোনীত করা হয়েছে।
২৭ নভেম্বর সংগঠনের নিজস্ব প্যাডে আহবায়ক মো. হোসেন আলী এবং সদস্য সচিব মো. মোতালেব যৌথভাবে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।
সভাপতি: মো. রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক: আব্দুল মান্নান মন্ডলসহ-সভাপতি: এসএ সুজন মোল্লা দলের কেন্দ্রীয় নির্দেশনা এবং রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের দিকনির্দেশনায় নতুন এই কমিটি গঠিত হয়।
প্রবাসে বিএনপিকে আরও শক্তিশালী করার প্রত্যাশা নেতারা জানান, রিয়াদ শাখার এই পূর্ণাঙ্গ কমিটি প্রবাসী বিএনপিকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও সুসংগঠিত করবে। কমিটি ঘোষণার পর প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তিনি বলেন এই দায়িত্ব আমার জন্য গর্বের। রাজবাড়ীর মানুষের ভালোবাসা এবং প্রবাসী নেতাকর্মীদের বিশ্বাসকে শক্তি হিসেবে নিয়ে আরও নিষ্ঠার সাথে কাজ করতে চাই।
এসএ সুজন মোল্লা একজন শান্ত-স্বভাবের, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও সমাজসেবামুখী মানুষ হিসেবে এলাকায় পরিচিত। মোল্লাবাড়ি পরিবারের ঐতিহ্যবাহী সামাজিক ভাবমূর্তি তিনি সম্মানের সাথে ধরে রেখেছেন।
দেশে থাকাকালেও তিনি বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতেন। বিএনপির প্রতি গভীর আনুগত্য ও ভালোবাসা তাঁর ব্যক্তিত্বের অংশ।
রাজবাড়ীর সাধারণ মানুষ এ পদে তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা তিনি ভবিষ্যতে আরও বড় দায়িত্বে দলের জন্য কাজ করবেন।
সাক্ষাৎকারে তিনি বলেন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। তিনি ভালো থাকলে দেশ আরও ভালো থাকবে।
তিনি আরও বলেন রাজবাড়ী-১ আসনের গণমানুষের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। রাজবাড়ীর উন্নয়নের জন্য তাকে বিজয়ী করা প্রয়োজন।