শিরোনাম
গোয়ালন্দে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব আয়োজন নিয়ে অসন্তোষ সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ। গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোয়ালন্দে সরকারি মাধ্যমিকে ভর্তির সংকোচন: বেসরকারি স্কুলের ফাঁদে পড়ছে গরিব পরিবার রাজবাড়ী-২ আসনে প্রতীক্ষার অবসান, বিএনপির মনোনয়ন পেলেন হারুন আর রশীদ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীর খানখানাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ১০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীর খানখানাপুর ঈদগাহ কমপ্লেক্স জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা এ দোয়া মাহফিলের আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল প্রমূখ।

দোয়া মাহফিলে জেলা-উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকার অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।

উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg