স্টাফ রিপোর্টার:রাজবাড়ীর গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন শেখের বদলি আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দ্বাদশ শ্রেণির কম্পিউটার, অটোমোবাইল ও সিভিল শাখার শিক্ষার্থী—মো. হোসেন সিকদার, মোহাম্মদ আল-আমিন শেখ, সোহান বেপারী, মেহেদী হাসান মিয়া, মোহাম্মদ রাফি শেখসহ ৭০–৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রসায়ন বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন শেখের বদলি আদেশ অবৈধ ও অযৌক্তিক। তারা দ্রুত ওই আদেশ বাতিল করে তাকে পূর্বের কর্মস্থলে বহাল রাখার দাবি জানান। বক্তারা বলেন, স্যার শুধু আমাদের শিক্ষক নন, তিনি অভিভাবকের মতো। তিনি আমাদের মাথার তাজ। তাই বদলি আদেশ বাতিল না হলে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হব।
মানববন্ধনের সময় ঘটনাস্থলে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
মানববন্ধন চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস ও শিক্ষা কর্মকর্তা এসে শিক্ষার্থীদের দাবি শোনেন। এসময় ইউএনও শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষককে বদলি আদেশ বাতিলের জন্য আবেদন করার পরামর্শ দেন। তিনি বলেন, আমি তো বদলি করিনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। বিষয়টি বিশেষ বিবেচনায় নেওয়ার চেষ্টা করা হবে।