স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত হলো উজানচর রিয়াজউদ্দিন পাড়া যুব সমাজ ও স্টুডেন্ট সার্কেল আয়োজিত ১৩তম মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় দক্ষিণ উজানচর রিয়াজউদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে মুখোমুখি হয় বসন্তপুর সবুজ সংঘ বনাম এল এস একাডেমী। নির্ধারিত সময়ে এল এস একাডেমী গোয়ালন্দ ১-০ গোলের ব্যবধানে বসন্তপুর সবুজ সংঘকে পরাজিত করে ফাইনালে ওঠে প্রথম দল হিসেবে।
খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর রেফারি সুলতান মাহমুদ সবুজ। সহকারী রেফারির দায়িত্বে ছিলেন কামরুল কাজী ও মোরশেদ।
এসময় উপস্থিত ছিলেন উজানচর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন সভাপতি মো. জাহিদুল ইসলাম সাবেক ফুটবলার নিজাম মোল্লা এছাড়াও টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, ১৬ দলের অংশগ্রহণে এ বছরের আয়োজন হচ্ছে। আগামীকাল (২৪ আগস্ট) বিকেল ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গোয়ালন্দ সেভেন স্টার ক্লাব বনাম দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ।