স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ মুনতাসির হাসান খান। শুক্রবার (১২ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দাফতরিক দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস নবাগত এ কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং নতুন কর্মস্থলে তার সফলতা কামনা করেন।
এর আগে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বদলি হয়ে বরিশাল কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগদান করায় ১০ ডিসেম্বর পদটি শূন্য হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব গ্রহণের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবার গতি আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর।