শিরোনাম
গোয়ালন্দে ওসমান হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল গোয়ালন্দ নাজিরউদ্দীন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উৎসব আয়োজন নিয়ে অসন্তোষ সুদানে ড্রোন হামলায় রাজবাড়ীর সন্তান সৈনিক শামীম রেজাসহ ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু গোয়ালন্দে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রবাসীর বাবাকে মারধরের অভিযোগ। গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক গোয়ালন্দে সরকারি মাধ্যমিকে ভর্তির সংকোচন: বেসরকারি স্কুলের ফাঁদে পড়ছে গরিব পরিবার রাজবাড়ী-২ আসনে প্রতীক্ষার অবসান, বিএনপির মনোনয়ন পেলেন হারুন আর রশীদ

গোয়ালন্দে ধান কাটার মৌসুমে কৃষকদের চলাচলের একমাত্র পথটিও বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার / ১৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা মাঠের শতাধিক কৃষক বর্তমানে পাকা ধান ঘরে তুলতে চরম ভোগান্তির মুখে পড়েছেন। মাঠে যাতায়াতের একমাত্র কাঁচা রাস্তা বাড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে সরেজমিন তেনাপচা মাঠে গিয়ে দেখা যায়, বিশাল মাঠজুড়ে প্রায় ১৫০০ বিঘা জমির ধান পেকে গেছে। কৃষকরা ধান কাটা নিয়ে ব্যস্ত থাকলেও মাঠ থেকে ধান পরিবহনের পথ বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন। সাংবাদিকদের দেখে তাৎক্ষণিকভাবে কৃষক-কৃষাণীরা মানববন্ধন গড়ে তুলে দ্রুত বেড়া অপসারণের দাবি জানান।

স্থানীয় কৃষক ইদ্রিস শেখ, নিজাম শেখ, ফজলু শেখ ও কৃষাণী সেতু বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা এ পথ দিয়ে মাঠে যাতায়াত ও ফসল পরিবহন করে আসছেন। রাস্তা সংস্কারের পর হঠাৎ করেই স্কুলের প্রধান শিক্ষক সাহিদা বেগম পুরো জায়গাটি টিন দিয়ে ঘিরে দেন। কৃষকদের রাস্তা রেখে দেওয়ার অনুরোধও তিনি গ্রহণ করেননি।

দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, মাঠে তারও ১৮ বিঘা জমির ধান রয়েছে। ধান ঘরে তোলার একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি এবং অন্যান্য কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী জানান, কৃষকদের ক্ষোভের কথা তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। ইউএনও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রধান শিক্ষক সাহিদা বেগম ফোনে জানান, স্কুলের জায়গা দীর্ঘদিন খোলা রাখা সম্ভব নয় শিক্ষা অফিসের নির্দেশনায়ই বেড়া দেওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তা বা ইউএনও নির্দেশ দিলে তিনি বেড়া খুলে দিতে প্রস্তুত।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, কৃষকদের সমস্যার বিষয়টি তিনি জেনেছেন। রবিবার স্কুল খুললে সরেজমিন পরিদর্শন করে যথাযথ সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg