স্টাফ রিপোর্টার”ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে সর্বস্তরের জনগণ ও জুলাইয়ের বিপ্লবী ছাত্রসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা–খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্র-জনতার নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ সাগর খান, এনসিপি গোয়ালন্দ উপজেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দের সাধারণ সম্পাদক সুজনুর রহমান সাগর, এনসিপি গোয়ালন্দের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, জুলাই যোদ্ধা সজীব এবং এনসিপির সদস্য আবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন গণমানুষের কণ্ঠস্বর। তাঁর হত্যার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে হাদি ভাইয়ের অসমাপ্ত কাজ জুলাইয়ের সকল ছাত্র-জনতাই এগিয়ে নেবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ চলবে এ দেশের হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধসহ সকল নাগরিকের সম্মিলিত সিদ্ধান্তে কোনো বিদেশি শক্তির নির্দেশনায় নয়। তারা দাবি করেন, ২৪-এর জুলাই বিপ্লব এখনও শেষ হয়নি। প্রয়োজনে ছাত্র-জনতা আবার রাজপথে নামবে এবং গণআন্দোলনের মাধ্যমে ন্যায়ের পক্ষে অবস্থান নেবে।