অদম্য নারী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, অদম্য নারী সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অদম্য নারী কার্যক্রমের আওতায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন চামেলি আক্তার (শিক্ষা ও চাকরিতে সাফল্য),জাসমা আক্তার (কৃষিকাজে আর্থিক সাফল্য), সাহিদা আক্তার (সফল অভিভাবক),জেসমিন আক্তার (সমাজ উন্নয়ন ও নেতৃত্ব),ফরিদা আক্তার (জীবনমান উন্নয়ন)।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম,সমাজসেবা অফিসার রুহুল আমিন,
সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মো. নজির হোসেন মোল্লা,এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী অধিকার প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীর সামগ্রিক ক্ষমতায়নে সমাজের সব স্তরের মানুষের সমন্বিত প্রচেষ্টা জরুরি।