শিরোনাম
রাজবাড়ীর বালিয়াকান্দিতে চলন্ত ট্রাকে আগুন কালুখালী প্রকল্প অফিসের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সড়ক দুর্ঘটনায় পুলিশে কর্মরত রাজবাড়ী সন্তান নাজমুল নিহত কালুখালীতে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ  গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার  রাজবাড়ী‌তে ক‌মিউনি‌টি পু‌লি‌শিং ডে’র উদ্বোধন রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবীর মৃত্যু  গোয়ালন্দে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে নেয়ার নামে প্রতারনার অভিযোগ আদম ব্যবসায়ী রনির বিরুদ্ধে নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

গোয়ালন্দে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ৫ জেলেকে জেল-

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ইলিশের প্রজনন মৌসুমে ২৫ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু এ বিধিনিষেধ উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় তাদের কাছ থেকে ৩টি নৌকা, ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ অক্টোবর) বিকালে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। পদ্মা নদীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সন্ধার দিকে ৫ জনকে নৌকা ও অবৈধ জাল সহ আটক করা হয়।

এসময় তাদেরকে মৎস্য সংরক্ষন আইনে দন্ডবিধি ১৮৬০ এর (১৬৮) ও (১৮৮) ধারায় ৫ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তাদের কাছ থেকে পাওয়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ আইন না মানায় ৫ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ৫ দিনের জেল প্রদান করা হয় এবং জব্দকৃত ৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসায় দেয়া হয় এবং ৪০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরিফ, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg