ষ্টাফ রিপোর্টার
এক ঘণ্টার জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেন দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থী বাবলী আক্তার ।
এক ঘণ্টা দায়িত্ব পালন কালে তিনি ৩টি গুরুত্বপূর্ন সমস্যা সমাধান করলেন। বাবলী গোয়ালন্দ উপজেলার মডেল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বাবলী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন কালে বাল্য বিয়ে, ইফটিজিং ও মাদক বিক্রি বন্ধ সহ তিনটি দায়িত্ব পালন করেন।
গালর্স টেক ওভার এর আয়োজনে কর্মজীবি কল্যাণ সংস্থা কেকেএস এর সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার এসিল্যান্ড রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন কর্মজীবি কল্যান সংস্থার পিআইসি আমজাদ ফকীর, পিও পথিক পাল ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ প্রমুখ।