স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর পাংশায় সাত টন অভারলোড নিয়ে সড়কের গর্তে আটকা পড়েছে ট্রাক। যান চলাচল ব্যাহত। দুর্ভোগ পথচারীদের।
পাংশা-বাহাদুরপুর সড়কের লক্ষীপুর (ছেকেনের) ব্রীজ সংলগ্ন মোড়ে সড়কের গর্তে একটি ট্রাক আটকা পড়েছে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজারো যানবাহন চলাচল করে। হাবাসপুর ও বাহাদুরপুর দুই ইউনিয়ন সহ পার্শ্ববর্তী খোকসা উপজেলার মানুষের যাতায়াত এই সড়কে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ১ টায় ৪ শত ব্যাগ সিমেন্ট ভর্তি একটি ট্রাকের পেছনের দুইটি চাকা সড়কের মাঝখানের গর্তে আটকা পড়েছে। স্থানীয়রা জানান, সড়ক টি বছর খানেক হলো সংস্কার করা হয়েছে। সংস্কারের চার পাঁচ মাস পর থেকেই এই জায়গাতে গর্ত শুরু হয়েছে।
ট্রাক চালক কাজী আরিফুর রহমান (৫৯) বলেন, দৌলৎদিয়া ঘাট থেকে ৪শত বস্তা সিমেন্ট নিয়ে কালিতলা ভবানীগঞ্জ যাচ্ছিলাম। এর আগেও এই সড়ক দিয়ে যাতায়াত করেছি। এই জায়গাটা এমনিতেই বিপদজনক ছিল। আমার গাড়িতে সাত টন ওভারলোড থাকার কারণে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় স্থানীয় সরকার পাংশা উপজেলা প্রকৌশলী মো. জাকির হাসান বলেন, বিষটি আমি অবগত হয়েছি। ট্রাকটিতে অতিরিক্ত লোড থাকার কারণে আটকা পড়েছে।