স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া কুমারখালীতে প্রধানমন্ত্রীর বিকৃতি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে উপজেলা যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফরহাদ আসিফ টিপু (৫০) নামের এক সাংবাদিককে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ।
(১৯ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টার দিকে কুমারখালী থানা মোড় চায়ের দোকান থেকে সাংবাদিককে গ্ৰেফতার করা হয়।
আটককৃত সাংবাদিক ফরহাদ আমির টিপু জাতীয় দৈনিক যায় যায় দিনের কুমারখালী প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের মৃত খন্দকার আমির উদ্দিনের ছেলে ফরহাদ আমিন টিপু অন্যের ফেসবুকে আইডি থেকে করা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও বিকৃত করা ছবি তার নিজ আইডি থেকে শেয়ার করেন।
এ বিষয়ে কুমারখালী শহর যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে মঙ্গলবার কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় ফরহাদ আসিফ টিপুকে পুলিশ গ্রেফতার করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী বিকৃতি ছবি শেয়ার করাই একটি মামলা দায়ের হওয়ায় ।স্থানীয় এক সাংবাদিকে গ্ৰেফতার করা হয়েছে।