ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় নির্বাচিত হয় বীরমুক্তিযোদ্ধা রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম সভাপতি ও কাজী ইরাদত আলীকে সাধারন সম্পাদক ।
শনিবার (১৬অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলার ২ আসনের ৫ উপজেলা থেকে প্রায় লক্ষাধিক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেয়। সকাল থেকেই “জয় বাংলা,জয় বঙ্গবন্ধু” শ্লোগানে মুখরিত হতে থাকে সম্মেলনের ময়দান।
জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথীদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
প্রধান অতিথী হিসিবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান, আব্দুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক এমপি মাহবুবুল আলম হানিফ,সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, এমপি ইকবাল হোসেন অপু,রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী কেরামত আলী,সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা।