স্টাফ রিপোর্টারঃ
শিবালয়ে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২১ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এদের মধ্যে ১৪ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে এবং বাকী সাতজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় দেয় প্রশাসন।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করে ২১ জেলেকে আটক করা হয়। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাল ধ্বংস ও মা ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।