স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর পাংশায় যানজট নিরশনে বাজারে ভারি যান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল। শুরু হয়েছে প্রচার মাইকিং। প্রচার মাইকে বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারি যানবহণ বাজারে প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীদের উদ্দ্যেশ্যে বলা হয়েছে এই সময়ের মধ্যে ভারি যানে লোড আনলোড করা যাবে না। এই আদেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে বলেও প্রচার মাইকে জানানো হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, সনাতন ধর্মালম্বিদের সব থেকে রড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে এ ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কঠোর ভাবে বাস্তবায়নের জন্য পাংশা মডেল থানার ওসিকে অনুরোধ করা হয়েছে। তাছাড়াও পাংশা বাজারের যানজটের অবস্থা বিবেচনা করে এ নির্দেশনা অব্যহত থাকবে বলে জানান তিনি।
পাংশা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুর্গা পূজা উপলক্ষে পৌর কর্তৃপক্ষ ও পূজা উদযাপন পরিষদ অনুরোধ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোন ভারি যানবহণ প্রবেশ ও লোড আনলোড বন্ধ থাকবে। পাংশা থানা পুলিশ এ বিষয়ে ততপর রয়েছে।