স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর পাংশা পৌর সড়ক দিন দিন চলে যাচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের দখলে। এতে সৃষ্টি হচ্ছে যানযট। চরম ভোগান্তিতে পথচারীরা।
পাংশা পৌর সভার প্রধান সড়ক দিন দিন চলে যাচ্ছে ফুটপাত ব্যবসায়ীদের দখলে। সড়কের রেলওয়ে স্টেশন থেকে কালিবাড়ী মোড় পর্যন্ত বসে ফুটপাত ব্যবসায়ীরা। দুর্গা পূজার কেনাকাটায় ব্যস্তময় হয়ে উঠেছে মার্কেট ও শপিংমল। সড়কটির দুই পাশ দিয়ে মার্কেট ও শপিংমল হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই সড়কে। সম্প্রতি সময়ে এই সড়কে ফুটপাত ব্যবসায়ীর পাশাপাশি বসে বেশিকিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী। ফলে সৃষ্টি হচ্ছে ব্যাপক যানযট। চড়ম ভোগান্তিতে পরতে হচ্ছে পথচারীদের।
সোমবার সরেজমিনে গেলে শপিং করতে আসা রতন কুমার নামের এক ব্যক্তি বলেন, মোটরসাইকেল নিয়ে স্বপরিবারে পূজোর শপিং করতে এসেছি। দুই মিনিটের পথ প্রায় বিশ মিনিট লেগে গেছে। প্রচন্ড রোদে অসুস্থ হয়ে পরেছি। প্রয়োজনীয় কাজে এই বাজারে প্রতিনিয়তই আসতে হয়। দিন দিন এই ব্যবসায়ীদের দখলে যাচ্ছে সড়ক। দ্রুত এই ব্যবসায়ীদের অপসারণ করতে হবে।
অনুপদত্ত মার্কেটের এক ব্যবসায়ী বলেন, এই ফুটপাত একটি গাড়ি যাওয়ার যায়গা দখল করে থাকে এ কারণে সারাদিন যানযট লেগেই থাকে।
পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, যানযট নিরসনের জন্য পৌরসভার পক্ষে থেকে প্রচার মাইকিং চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, গত মাসে আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পৌর মেয়রকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।