স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় আগত কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১০ টার সময় ঢাকা থেকে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটে আসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী (রাসেল),সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ব্যারিষ্টার মৌসুমি ফাতেমা, সদস্য এড.মো. ইয়াছির আরাফাত রামিম, এড. মো. রেজাই রাব্বি, এস এম আশরাফুল ইসলাম রতন সহ তাদের সফরসঙ্গী।
এসময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান রাজবাড়ী জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
এছাড়াও ফেরি থেকে নামার পর রাজবাড়ী গন্তব্যে যেতে পথে পথে যুবলীগের পদ প্রত্যাশি নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
গোয়ালন্দ উপজেলা যুবলীগের পদ প্রত্যাশি সাবেক ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন, নাজিমুল ইসলাম বৃটেন তাদের জনসমর্থন নিয়ে রাস্তার পাশে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন।