গোয়ালন্দে পেটের ভিতর ১২৫০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক –

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ২৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

0Shares

স্টাফ রিপোর্টারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে ১২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা গোয়েন্দা শাখায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ সময় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা থেকে সন্দেহ জনকভাবে পলাশ ও আলহাজকে আটক করা হয় ।

পরবর্তীতে তাদেরকে রাজবাড়ী জেলা শহরের একটি ক্লিনিকে এনে এক্সরে করা হয়। তাদের মধ্যে পলাশ মন্ডলের পেটে ক্যাপসুল আকারের বেশ কিছু ক্যাপসুলের উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরবর্তীতে তার পেটে থাকা ওই ক্যাপসুলগুলো বের করে তার মধ্য থেকে ৮১০ পিস ও পৃথকভাবে আলহাজের কাছে থাকা আরো ৪৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg